মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলকে ঈদের শুভেচ্ছা আগামীর রাষ্ট্র নায়ক হিসেবে জনতা দেখতে চায় আসলাম চৌধুরীকে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা আজ ১৪ মার্চ ২০২৫ তারিখে সারাদিনের আলোচিত বিভিন্ন গণমাধ্যমের সংবাদ শিরোনাম নিচে উপস্থাপন করা হলো: সাত বিষয়কে গুরুত্ব দিয়ে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ চিকিৎসকদের ওপর হামলা কিংবা চিকিৎসায় অবহেলা কোনোটাই মেনে নেবো না: স্বাস্থ্যমন্ত্রী প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বন্ধ করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না অনলাইন জুয়া-বেটিং-ক্যাসিনো কেন্দ্রীয় যুবলীগ নেতা বাদশার মনোয়ন বৈধ ঘোষণা

ট্রাকের চাপা টোল দিতে অপেক্ষায় থাকা কয়েকটি গাড়িকে : নিহত ১৪

ঝালকাঠি জেলা প্রতিনিধি

ঝালকাঠিতে সিমেন্টবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কয়েকটি গাড়িকে চাপা দিলে ঘটনাস্থলে ১২ জন নিহত এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে জেলার গাবখান সেতু টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে। খবরটির সত্যতা নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মো. আফরুজুল হক।

পুলিশ সূত্রে জানা যায়, গাবখান সেতু টোল প্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে চলে যায়। এতে ঘটনাস্থলে পথচারীসহ নিহত হন ১২ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে দুজনের মৃত্যু হয়। এদের মধ্যে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন কয়েকজন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টোল প্লাজায় টাকা দেওয়ার অপেক্ষায় ছিল ইজিবাইক, প্রাইভেটকারসহ বেশ কয়েকটি গাড়ি। এ সময় সিমেন্টবাহী ট্রাকটি সামনে থাকা সব গাড়িকে ধাক্কা দিয়ে প্রতিবন্ধক ভেঙে রাস্তার পাশে চলে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালাচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঝালকাঠি জেলার প্রশাসক ফারহা গুল নিঝুম বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৫ লাখ, পঙ্গুত্ববরণকারীদের ৩ লাখ ও আহতদের ১ লাখ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে। এ ঘটনায় ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা