মনিরুজ্জামান সোহেল: আওয়ামী লীগের নির্যাতনের স্বীকার দীর্ঘদিন কারা বরন করা ত্যাগী বিএনপি সাবেক নেতা আগামীর রাষ্ট্র নায়ক আসলাম চৌধুরী বর্তমান স্বাধীন জনতা পার্টির অভিভাবক। তিনি বিএনপির চাঁদাবাজি, দখলদারিত্ব এবং আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করার রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশের মজলুম জননেতার জন্য আলাদা করে একটি দল তৈরি করেন ” স্বাধীন জনতা পার্টি ” যা আগামী গণমানুষের জন্য তাদের ভাগ্য পরিবর্তনের কাজ করবে বলে আশাকরি। আগামী নির্বাচনে জনতাকে পাশে নিয়ে আসলাম চৌধুরী ভাইয়ের ” স্বাধীন জনতা পার্টি” কে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকবো।
এসময় আসলাম চৌধুরীর সঙ্গে গুলশান-২ এর এক অভিজাত রেস্তোরাঁয় দেশ ও জাতির কল্যাণে মিটিংয়ে উপস্থিত থাকেন বাংলাদেশ ইনকিলাব পার্টির সদস্য সচিব কমরেড মনিরুজ্জামান সোহেল।
কমরেড মনিরুজ্জামান সোহেল বলেন, দেশ ও জাতির মুক্তির জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো।